গ্রিন বেল্ট এর বিশেষত্ব হলো- আমরা মূলত কাজ করি ফ্যামিলি ট্যুর নিয়ে। নারীদের ছোটখাটো সুবিধা অসুবিধা বিবেচনায় রেখেই আমরা ট্যুর প্ল্যান করে থাকি। কর্পোরেট ফ্যামিলি ট্যুরের ক্ষেত্রেও দেশের শীর্ষস্থানীয় মাল্টিন্যাশনাল হাউজগুলো ভরসা রেখেছে আমাদের উপর।
বাংলাদেশে অনেক ট্যুর অপারেটর মালদ্বীপ ট্যুর প্যাকেজ অফার করে। তবে গ্রিন বেল্ট এর বিশেষত্ব, ফ্যামিলি ট্যুরের উপযোগী করে প্যাকেজ কাস্টমাইজেশন। ট্যুর মানে সল্প সময়ে তাড়াহুড়ো নয়। আমাদের প্যাকেজগুলো সাজানো হয়েছে এমনভাবে, যাতে প্রতিটি গন্তব্যে পর্যাপ্ত সময় নিয়ে উপভোগ করা যায়।
ভারত মহাসাগরের দ্বীপ দেশগুলোর জন্য গ্রিন বেল্ট-এর আরও দুটি প্যাকেজ রয়েছে: একটি হলো “শ্রীলঙ্কা-মালদ্বীপ কম্বাইন্ড ট্যুর”, আর অন্যটি “এক্সক্লুসিভ শ্রীলঙ্কা ট্যুর”।
ফ্যামিলি এবং কাপলদের কথা বিবেচনায় রেখে গ্রিন বেল্ট এর ২ টি আলাদা মালদ্বীপ ট্যুর প্যাকেজ রয়েছে। ন্যূনতম ২ জন হলে যেকোনোদিন যেতে পারছেন মালদ্বীপ ভ্রমণে।
|
129500 BDT
জনপ্রতি
|
|
85500 BDT
জনপ্রতি
|
➤ভিসা ফি: বাংলাদেশী পর্যটকদের জন্য মালদ্বীপ ভ্রমণে কোন ভিসা ফি নেই। মালে এয়ারপোর্ট থেকে অন অ্যারাইভাল ভিসা পাওয়া।
➤ মালদ্বীপ ট্যুর এর জন্য কয়দিন যথেষ্ট?
মালদ্বীপ ঘুরে দেখার জন্য সাধারণত ৪ থেকে ৫ দিনই যথেষ্ট। অনেক ট্রাভেল এজেন্সি ২ রাত ৩ দিনের মালদ্বীপ ট্যুর প্যাকেজ অফার করে, কিন্তু আমরা এমন ছোট সময়ের আন্তর্জাতিক ট্যুর এড়িয়ে চলার পরামর্শ দিই। এত ছোট আন্তর্জাতিক ট্যুর আপনার ট্রাভেল হিস্ট্রির জন্য ভালো নয় এবং ভবিষ্যতে পাসপোর্ট রেকর্ডে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। মালদ্বীপের ক্ষেত্রে ৩ রাত ৪ দিন, বা ৪ রাত ৫ দিনের প্যাকেজগুলো সবচেয়ে জনপ্রিয়।
➤ শ্রীলঙ্কা ও মালদ্বীপ এর ভিসা কীভাবে পাবেন?
মালদ্বীপের ভিসা মালে এয়ারপোর্টে অন এরাইভাল পাওয়া যায়। শুধু প্রয়োজন পাসপোর্টের কপি ও পাসপোর্ট সাইজ ছবি। গ্রিন বেল্ট টিম ভিসার ব্যপারে আপনাকে সহায়তা করবে।
➤ কতদিন আগে মালদ্বীপ ট্যুর প্যাকেজ বুক করা উচিত?
আন্তর্জাতিক ট্যুর কমপক্ষে ১০ দিন আগে বুক করা সবচেয়ে উত্তম। কাছাকাছি সময়ে বুক করলে এয়ারফেয়ার বেড়ে যেতে পারে, সে ক্ষেত্রে অতিরিক্ত খরচ ট্যুর প্যাকেজের সাথে যুক্ত হবে।
➤ ইমিগ্রেশনের জন্য কী কী কাগজপত্র প্রয়োজন?
ন্যূনতম ৬ মাস মেয়াদসহ বৈধ পাসপোর্ট, রাউন্ড ট্রিপ এয়ার টিকিট, সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি, ব্যাবসায়ীদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স কপি, চাকরিজীবী হলে এনওসি। এছাড়া ডুয়েল কারেন্সি কার্ড (পাসপোর্টে ডলার এন্ডর্সমেন্ট সিল) অথবা ব্যাক্তিগত ব্যাংক হিসেবের ফিনেন্সিয়াল স্টেট্মেন্ট সাথে রাখতে পারেন।
➤ কি কি সঙ্গে নেওয়া উচিত?
FitsAir এয়ারলাইন্সের নীতিমালা অনুযায়ী, একজন যাত্রী সর্বোচ্চ ৭ কেজি হ্যান্ড ব্যাগ ও ২০ কেজি চেক-ইন লাগেজ নিতে পারবেন। এছাড়াও সাথে রাখুন হালকা ও আরামদায়ক পোশাক, হাঁটার উপযোগী জুতা, সানস্ক্রিন, প্রয়োজনীয় ব্যাক্তিগত ওষুধ এবং ইলেকট্রনিক ডিভাইসের জন্য আন্তর্জাতিক অ্যাডাপ্টার।
➤কেন গ্রিন বেল্টকেই বেছে নেবেন?
২০১৬ সালে যাত্রা শুরু করার পর থেকে গ্রিন বেল্ট বাংলাদেশ ও বিদেশে ১ লক্ষেরও বেশি ভ্রমণকারীকে ভ্রমণ সহায়তা দিয়েছে। কর্পোরেট গ্রুপ, ফ্যামিলি কিংবা কাপল – সবাই আমাদের মালদ্বীপ ট্যুর প্যাকেজ এ স্বাচ্ছন্দ্য বোধ করেন।
বাংলাদেশের কিছু নামকরা প্রতিষ্ঠান আমাদের মাধ্যমে ট্যুর করেছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে: বাংলাদেশ সচিবালয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, কোকা-কোলা (আব্দুল মোনেম লি.), ড্রাগ ইন্টারন্যাশনাল, ডাচ-বাংলা ব্যাংক, সিটি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, টেকনোভিস্টা, এবং নামকরা হাসপাতাল যেমন—পঙ্গু হাসপাতাল, ঢাকা মেডিকেল ও আসগর আলী মেডিকেল।
➤ মালদ্বীপ ট্যুর প্যাকেজ বুক করবেন কীভাবে?
খুব সহজে- ফোন, হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি অফিসে এসে আপনার মালদ্বীপ ট্যুর প্যাকেজ বুক করতে পারবেন।
১ম ও ২য় দিন:
মালদ্বীপের মালে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে আমাদের প্রতিনিধি আপনাকে স্বাগত জানাবেন। এরপর আমরা চলে যাবো মাফুশি আইল্যান্ড। সেখানে দুই রাত থাকবো আমরা। এই দুই দিন পুরোপুরি নিজের মতো করে কাটানোর সুযোগ থাকবে। চাইলে স্নোরকেলিং, স্কুবা ডাইভিং বা আইল্যান্ড হপিং করা যায়। বিকেলে সমুদ্রের ধারে বসে সূর্যাস্তের সঙ্গে উপভোগ করতে পারেন স্থানীয় খাবার বা রিল্যাক্সিং স্পা সেশন।
৩য় দিন:
এদিন ব্রেকফাস্টের পর হোটেল থেকে চেক-আউট করে রওনা দিন প্রাইভেট আইল্যান্ড রিসোর্টে থাকার উদ্দেশ্যে। মনোরম প্রাকৃতিক সৌন্দর্য আর নীল সমুদ্রের মায়ায় ঘেরা এই রিসোর্টগুলো ফটো তোলার জন্য একদম পারফেক্ট স্পট। ভারত মহাসাগরের শান্ত, নিরিবিলি এই দ্বীপে কাটবে আপনার জীবনের অন্যতম স্মরণীয় সময়।
৪র্থ দিন:
ব্রেকফাস্টের পর হোটেল থেকে চেক-আউট করে রওনা হবো হুলহুমালের উদ্দেশ্যে। হোটেলে পৌঁছে কিছুটা বিশ্রাম নিয়ে পুরো সময়টা কাটিয়ে দিতে পারেন সমুদ্র সৈকতে। অথবা চাইলে ঘুরে দেখতে পারেন মালে ও হুলহুমালে শহর। মালদ্বীপ ট্যুরের শেষ রাতটা আমরা এখানেই কাটাবো, সমুদ্রের ঢেউ আর স্মৃতিমাখা মুহূর্তের মাঝে।
৫ম দিন:
ট্রিপের শেষ সকাল। নাস্তা শেষে নির্ধারিত সময়ে রওনা হবেন মালে বিমানবন্দরের পথে, ঢাকা ফেরার ফ্লাইট ধরতে। সাথে থাকবে সমুদ্র আর মালদ্বীপের নানা দ্বীপে কাটানো দারুণ সব মুহূর্ত – অসাধারণ অভিজ্ঞতা ও আনন্দময় স্মৃতি। যা মনে থাকবে অনেকদিন।
এই প্যাকেজটির ভ্রমণ পরিকল্পনা প্যাকেজ ১-এর মতোই থাকবে। তবে এখানে শুধুমাত্র প্যাকেজ-১ থেকে ৩য় দিনের সূচি বাদ দেওয়া হয়েছে।
বাকি দিনগুলোর কার্যক্রম ও ভ্রমণসূচি একই থাকবে।
মাফুসি: Arena Beach Hotel or similar
প্রাইভেট রিসোর্ট: Aaddarn Club Rannalhi or similar
হুলহুমালে: Beach Arena Inn / Niu Inn / Nibula Inn or similar
বিশেষ নোট:
এটি একটি বাজেট-ফ্রেন্ডলি মালদ্বীপ ট্যুর প্যাকেজ। যেখানে আপনি পাবেন আরামদায়ক ও সুন্দরভাবে পরিকল্পিত ভ্রমণের অভিজ্ঞতা। আপনি চাইলে বাড়তি খরচ যুক্ত করে এই প্যাকেজকে লাক্সারি ক্যাটাগরিতেও আপগ্রেড করতে পারবেন।
২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে গত ১০ বছরে গ্রিন বেল্ট সফলভাবে ১০,০০০-এরও বেশি দেশি ও আন্তর্জাতিক ট্যুর আয়োজন করেছে। আমাদের জনপ্রিয় মালদ্বীপ ট্যুর প্যাকেজ ছাড়াও আমরা নিয়মিত আয়োজন করি শুধু মালদ্বীপ ও শ্রীলঙ্কা কম্বাইন্ড ট্যুর, শ্রীলঙ্কা ট্যুর, নেপাল, ভুটান, সিকিম, দার্জিলিং, মেঘালয় ও কাশ্মীর ট্যুর। পাশাপাশি দেশের ভেতরে সাজেক ভ্যালি, সুন্দরবন, সেন্ট মার্টিন, রাঙ্গামাটি, সিলেট, টাঙ্গুয়ার হাওর ও বান্দরবানে ট্যুর পরিচালনা করে থাকি।
আমাদের সম্মানিত ক্লায়েন্টদের মধ্যে রয়েছেন বাংলাদেশ সচিবালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, টেকনোভিস্তা, ড্রাগ ইন্টারন্যাশনাল, কোকা-কোলা (আব্দুল মনেম লিমিটেড), রক্সি পেইন্টস, ডাচ-বাংলা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, সিটি ব্যাংকসহ আরও আটটি ব্যাংকের কর্মকর্তারা। এর পাশাপাশি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন (নিটোর), ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিওভাসকুলার ডিজিজেস (এনআইসিভিডি), ঢাকা মেডিকেল কলেজ, এবং আসগর আলী হাসপাতালের মতো শীর্ষস্থানীয় হাসপাতালের অনেক ডাক্তারও আমাদের নিয়মিত সেবা গ্রহণ করেন। আপনিও ছুটি কাটানোর জন্য গ্রিন বেল্ট এর দক্ষ টিম এর উপর ভরসা করতে পারেন।
গ্রিন বেল্ট ট্যুরিজমে, আমাদের কোনো ট্যুর প্যাকেজে কোনো হিডেন চার্জ নেই। তাই আপনার মালদ্বীপ ট্যুর হবে সম্পূর্ণ আনন্দঘন। আপনি কম খরচে যেতে চান বা বিলাসবহুলভাবে থাকতে চান, আমাদের মালদ্বীপ ট্যুর প্যাকেজ গুলো আপনাকে সৌন্দর্য উপভোগের একইরকম সুযোগ দেবে।
তাই গ্রিন বেল্টের সাথে নিশ্চিন্তে আপনার মালদ্বীপ ট্যুর প্যাকেজ বুক করে ফেলুন এবং একটি আনন্দময়, নিরাপদ ও মনে রাখার মতো ছুটি উপভোগ করুন।
➤ মালদ্বীপ ট্যুর প্যাকেজ বুকিংয়ের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। আপনি যেকোনো সময় বুক করতে পারেন। তবে শেষ মুহূর্তের বুকিংয়ে এয়ারফেয়ার বেড়ে যেতে পারে, সে ক্ষেত্রে অতিরিক্ত খরচ প্যাকেজ প্রাইসের সাথে যুক্ত হবে।
➤ বুকিং কনফার্ম করতে ৬০,০০০ টাকা অগ্রিম প্রদান করতে হবে। (অ-ফেরতযোগ্য)।
➤ চাইল্ড পলিসি: ২ থেকে ১০ বছর বয়সী শিশুদের জন্য প্যাকেজ মূল্যের ৮০% এবং ২ বছরের নিচের শিশুদের জন্য ২০% চার্জ প্রযোজ্য হবে।